দিল্লীর প্রাণঘাতী দাঙ্গার প্রায় চারমাস কেটে যাওয়ার পর চার্জশিট দায়ের করার কাজ শুরু করেছে দিল্লী পুলিশ। দাঙ্গায় অভিযুক্ত একের পর এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হচ্ছে চার্জশিট। যেখানে বন্দুকবাজ শাহরুখ পাঠানের নামও রয়েছে বলে খবর। দাঙ্গা চলাকালীন পুলিশের দিকে বন্দুক তাক করে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল ওই যুবক। গত ২৪ ফেব্রুয়ারির এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি দেওয়া এবং পুলিশের দিকে বন্দুক তাক করা, এই দুই ধারায় মামলা রুজু করা হয়েছে।
চার্জশিটে দিল্লী পুলিশ দাবি করেছে, ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ নাগরিকত্ব সংশোধনী আইন সমর্থনকারী ও বিরোধী দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ লাগে মৌজপুর চকে। পাথর ছোড়া, আগুন লাগানোর মতো তান্ডব শুরু হয়। এর ফলে শুধু সাধারণ মানুষ নন, একাধিক পুলিশ কর্মীরাও আহত হন। মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়। দাঙ্গা আরও বড় আকার নেয়।
স্থানীয়দের মতে, এরপরই নাকি শাহরুখ পাঠান সিএএ বিরোধী দল থেকে বেরিয়ে আসে। এবং তারপর সে পুলিশ কনস্টেবল দাহিয়া নামক একজনকে লক্ষ্য করে গুলি চালায়।
দাঙ্গা চলাকালীন পুলিশের দিকে বন্দুক তাক করার এই ঘটনা ঘটেছিল দিল্লী জাফরাবাদ-মৌজপুর চকে। সেই সময়ই পাঠানের বিরুদ্ধে আলাদাভাবে মামলা দায়ের করা হয় এবং কয়েকদিনের মধ্যেই গ্রেফতার করা হয় তাকে। উত্তর-পূর্ব দিল্লীর করোয়াল নগরের এই বাসিন্দাকে মার্চ মাসে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল।