ভ্যাপসা গরমের অস্বস্তিতে নাকাল সকলেই। সবার মনে একই প্রশ্ন বৃষ্টি কবে আসবে? আবহাওয়া দফতর জানান দিল নিম্নচাপের হাত ধরে বর্ষার আগমন চলতি সপ্তাহেই! জানা গেছে উত্তরবঙ্গে আজ ভারি বৃষ্টি হতে পারে।
নির্ঘণ্ট অনুসারে চলতি মাসের ১১ তারিখে বর্ষা আসার কথা। আবহবিজ্ঞানীদের অনেকেই জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে ঢুকে পড়তে পারে বর্ষা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরমে জেরবার হচ্ছেন আম-বাঙালি। আবার এই জলীয় বাষ্পের জন্যই প্রায়ই কোনও না কোনও এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টি মিলছে। দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে গত ১ জুন থেকেই কেরালায় বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। মৌসম ভবনের অনুমান, এ বছর স্বাভাবিক হারেই বৃষ্টি হবে ভারতে। উত্তরবঙ্গে সাধারণত ৫ থেকে ৮ জুনের মধ্যে বর্ষা আসে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ১১ তারিখের মধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যায়।
মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহতেই রাজ্যে বর্ষা আসতে চলেছে। এই রাজ্যেও নির্দিষ্ট সময়ের মধ্যেই বর্ষা ঢুকতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের হাত ধরে বর্ষার আগমনে গতি মিলবে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা।