উম্পুন বিপর্যয় নিয়েও এবার বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে তাঁর মন্তব্য, উম্পুনে সুন্দরবনে যে বিপর্যয় হয়েছে তা ‘ম্যানমেড’।
দিলীপ ঘোষের অভিযোগ, এর আগে কেন্দ্রের দেওয়া অর্থে সুন্দরবন এলাকার কাঁচা বাড়িকে পাকা করা হয়নি। কংক্রিটের বাঁধ তৈরি হয়নি। ইচ্ছে করেই এসব কাজ করা হয়নি। যাতে বছর বছর ক্ষতির খতিয়ান দেখিয়ে টাকা পাওয়া যায়। আর সেই টাকা থেকে কাটমানি আসে। এর মধ্যে দিয়ে শাসকদল ‘ডবল ইনকাম’-এর চেষ্টা করে। এমন কুরুচিকর ভাষাতেই তিনি রাজ্য সরকারকে বিদ্ধ করেছেন।
বিজেপি সভাপতির এই মন্তব্য উম্পুন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের পুনর্গঠনের চেষ্টার মাঝেই রাজনৈতিক চাপানউতোরে নতুন ইন্ধন দিল বলে মনে করা হচ্ছে। আগেও বিজেপি নেতৃত্ব উম্পুন দুর্গতদের সাহায্যে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন। এমনকী দিল্লী থেকে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেও এই অভিযোগ করেছিলেন বিজেপি নেতারা। এরপর দিলীপ ঘোষের এমন বেলাগাম মন্তব্যে স্বভাবতই চটেছেন রাজ্যের শাসকদল। বিপর্যয় নিয়ে অযথা এবং অসংবেদনশীলভাবে রাজনীতি করা হচ্ছে বলে পাল্টা তোপ শাসকদলের।