কলকাতা পুলিশে করোনা-আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেল। সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২০ জন পুলিশকর্মী। এর মধ্যে অবশ্য রোগমুক্তও হয়েছেন ১০০ জন। মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর।
রিজেন্ট পার্ক থানার তিনজন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সংক্রমণ যাতে পরিবার-পরিজনের মধ্যে ছড়িয়ে না-পড়ে, তা নিশ্চিত করতে ওই থানার ৬০ শতাংশ কর্মী থানায় থেকেই গত পনের-কুড়ি দিন একনাগাড়ে কাজ করছেন। মাঝেমধ্যেই থানা স্যানিটাইজও করা হচ্ছে।
রবিবার যাদবপুর থানার দুই পুলিশকর্মীও করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন থানার ওসির নিরাপত্তারক্ষী। আর এক পুলিশকর্মী যে ব্যারাকে ছিলেন, সেখানকার সমস্ত পুলিশকর্মীদের আলাদা করে রাখা হয়েছে থানার মধ্যে। আলাদা করে রাখা পুলিশকর্মীরা যে কোনও সময় আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছেন।
এত পুলিশ করোনা আক্রান্ত হওয়ার ফলে বেশ কিছু থানায় এর ফলে কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়েছে। গড়ফা থানায় যেমন ১৫ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্থানীয়দের তরফ থেকে এমন দাবিও তখন উঠেছিল, যেন গড়ফা থানা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। কারণ, লোকবলের অভাব। তবে তা সামাল দিতে ডিসি এসএসডির অফিস ও লালবাজার থেকে ফোর্স পাঠানো হয়। করোনা আক্রান্ত ১৫ জন পুলিশকর্মীর মধ্যে ১২ জন ইতিমধ্যে সুস্থও হয়ে উঠেছেন। তবে তাঁদেরকে আরও পনেরো দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।