পুলিশের মধ্যে থেকেই যে কেউ মাওবাদীদের সহায়তা করছে, এমন খবর কিছুদিন আগে পুলিশের কাছে এসে পৌঁছয় ছত্তিশগড় পুলিশের কাছে। সেই কারণে মাওবাদীদের গোলাবারুদ ও অস্ত্র সরবরাহ করার অভিযোগে এক অ্যাসিট্যান্ট সাব-ইনসপেক্টর ও একজন হেড কনস্টেবলকে গ্রেফতার করল ছত্তিশগড় পুলিশ।
খবর পাওয়ার পর তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হয়। সুকমার অতিরিক্ত পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে সেই দল তদন্ত শুরু করে। সোমবার সুকমা জেলায় থেকে এই দুই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়।
গোপন সূত্রে জানতে পেরে সুকমা থেকে প্রায় ৪০০ রাউন্ড এসএলআর ও গোলাবারুদ নিয়ে আসা দু’জনকে বাধা দেয় পুলিশ। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে। আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, “কাঙ্কেরের এই দুই ব্যক্তির সঙ্গে ওই অঞ্চলে মাওবাদীদের যোগাযোগের কথা আমরা জানতে পারি। এরপর তাদের কল রেকর্ড পাওয়ার পর জানান যায়, এলাকার মাওবাদী নেতা দর্শন পেড্ডার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। এরপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। তখনই জানা যায় ও দুই ব্যক্তি পুলিশকর্মী।”
ওই দুই পুলিশকর্মী মধ্যে একজন হেড কনস্টেবল সুভাষ সিংহ এবং অন্যজন এএসআই আনন্দ জাটভ। দু’জনেরই পোস্টিং ছিল সুকমায়। মজুত করা গোলাবারুদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিযুক্ত ছিল তারা। সেখান থেকেই মাওবাদীদের সেগুলি সরবরাহ করত।