দিনের পর দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোট আক্রান্তের নিরিখে চীন ও ইরানকে টপকে গিয়েছিল ভারত।তারপর এগিয়ে গিয়েছে ইতালি, স্পেনের থেকেও। তবে রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। রবিবারও তার ব্যতিক্রম ঘটল না। এবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ৬৬ হাজার ছাড়িয়ে গেল।
সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ২৬৬৫৯৮। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৬৬। শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯৮৭ জন, যা রেকর্ড। এই সময়ে প্রাণ হারিয়েছেন ২৬৬ জন।
অন্যদিকে, এখনও পর্যন্ত ১২৯২১৫ জন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এই মুহূর্তে এক্টিভ কেস ১২৯৯১৭। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এখনও দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে ৮৮৫২৮ জন করোনা আক্রান্ত, মারা গিয়েছেন ৩১৬৯ জন। তারপরেই আছে তামিলনাড়ু (৩৩২২৯), দিল্লী (২৯৯৪৩), গুজরাত (২০,৫৪৫), উত্তরপ্রদেশ (১০,৯৪৭), রাজস্থান (১০,৭৬৩), মধ্যপ্রদেশ (৯৬৩৮)।