গলা ব্যথা ও জ্বর নিয়ে গত রবিবারই সেল্ফ আইসোলেশনে গিয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না, নিশ্চিত হতে আজ তাঁর নমুনা পরীক্ষা করা হয়। আর এরমধ্যেই করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়া। সোমবার দিল্লীর ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা। জ্বর ও গলা ব্যাথা – কোভিডের দুটি উপসর্গই দেখা দিয়েছে তাঁদের মধ্যে।
মধ্যপ্রদেশের জনপ্রিয় নেতা জ্যোতিরাদিত্য দীর্ঘদিন কংগ্রেসে থাকার পর সম্প্রতি ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। একইসঙ্গে নিয়ে গিয়েছেন তাঁর বেশ কয়েকজন সমর্থককেও। তারই জেরে মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের পতন হয়েছে। শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিজেপি। বর্তমানে সে রাজ্যে ২৪টি আসনে উপনির্বাচনের জন্য লড়াই চালাচ্ছে দুই দল। এর মধ্যেই কোভিডের উপসর্গ দেখা দিয়েছে জ্যোতিরাদিত্য ও তাঁর মায়ের মধ্যে। করোনা পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তাঁরা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রিয় নেতা ও তাঁর মায়ের সুস্থতার কামনা করে চলেছেন সমর্থকরা।
অন্যদিকে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত সমস্ত বৈঠক বাতিল করেছেন দিল্লীর মুখ্যমন্ত্রী। রবিবার দুপুর থেকে শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। তারপর থেকেই কারও সঙ্গে তিনি দেখা করেননি। তাঁর করোনা ভাইরাস পরীক্ষা করানো হয়েছে। তবে কেজরিওয়ালের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। আজ রাত বা বুধবার সকালের মধ্যেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।