এই নিয়ে দ্বিতীয়বার! গত বছরের নভেম্বর মাসের পর সোমবার ফের দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে কংগ্রেস সরপঞ্চকে গুলি করে হত্যা করল জঙ্গীরা। উপত্যকার কংগ্রেস নেতা অজয় ভারতীর এই মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশের সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। যদিও কংগ্রেস নেতার এই মৃত্যুর পিছনে বিজেপিই দায়ী এমনটাই মত দেশের প্রধান বিরোধী দলের। এর আগে নিজের সুরক্ষার জন্য অজয় সিকিউরিটি চাইলেও তিনি বিজেপির লোক নন বলেই সেই সুযোগ পাননি, সরপঞ্চ নেতার মৃত্যুতে এই সুরেই সরব হয়েছে কংগ্রেস।
দলের নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে রাহুল গান্ধী লেখেন, ‘কাশ্মীরে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার জন্য নিজের জীবন উৎসর্গকারী অজয় পন্ডিতের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। এই দুঃসময়ে আমরা আপনাদের পাশে আছি। তাঁর পরিবার ও পরিজনদের প্রতি আমার শ্রদ্ধা রইল। হিংসার রাজনীতি কোনওদিন জিতবে না।’ জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি গুলাম আহমেদ মীর জানিয়েছেন, নিহত কাশ্মীরি পণ্ডিতের কোনও নিরাপত্তারক্ষী ছিল না। এই খুনের বিচার চাই। তদন্ত করুক সরকার।
লারকিপোরা এলাকার লুকবাওয়ান গ্রামের সরপঞ্চ ছিলেন অজয় পণ্ডিত ওরফে অজয় ভারতী। বয়স বছর চল্লিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধে বেলা নিজের বাগানে গাছের পরিচর্চা করছিলেন তিনি। আচমকাই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। বাগানে ঢুকে পড়ে কয়েকজন জঙ্গী। সামনে থেকে গুলি করে পণ্ডিতকে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক।