রবিবার রাতে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আট বারের সাংসদ অর্জুন চরণ শেঠি। ৭৯ বছর বয়সে জীবনাবসান হল তাঁর। বয়সজনিত শারীরিক অসুস্থতা নিয়ে উড়িষ্যার একটি হাসপাতালের ভরতি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক-সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে এদিন গভীর শোকপ্রকাশ করেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক। তাঁর পরিবারের প্রতি সমবেদনাও জানান মুখ্যমন্ত্রী। প্রয়াত প্রবীণ এই সাংসদকে ‘দক্ষ প্রশাসক’ হিসেবে উল্লেখ করেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশার মুখ্যমন্ত্রী বলেন, “দীর্ঘসময় ধরে সাংসদ ও বিধায়ক থাকার সময় নিজের প্রতিশ্রুতি পূরণে নিবেদিত প্রাণ এই মানুষটি জনগণের সেবা করে গিয়েছেন। অর্জুনের মৃত্যুতে উড়িষ্যা একজন উচ্চমানের রাজনীতিককে হারাল!”
অর্জুন চরণ শেঠির জন্ম ১৯৪১ সালের ১৮ সেপ্টম্বর। কংগ্রেস প্রার্থী হিসেবে ১৯৭১ ও ১৯৮০ সালে ভদ্রক কেন্দ্র থেকে জয়ী হন। একই লোকসভা কেন্দ্র থেকে ১৯৯১ সালে জনতা দলের টিকিটে জয়ী হন। এর পর বিজু জনতা দল (বিজেডি)-এর প্রতীকে ১৯৯৮, ১৯৯৯, ২০০৪ ও ২০০৯ সালে জয়ী হয়েছেন। ২০১৯ সালের ওডিশা বিধানসভা নির্বাচনের সময় বিজেডি ছেড়ে প্রবীণ এই রাজনীতিক ছেলে অভিমন্যু শেঠিকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন।