অভিযোগ আসছিল একাধিক ক্ষেত্র থেকে। এবার ফড়েদের হাত থেকে মুক্তি দিতে অ্যাপ চালু করল খাদ্য দফতর।
ধান বিক্রি করতে গিয়ে কৃষকরা যাতে ফড়েদের পাল্লায় পড়ে ন্যায্য দাম থেকে বঞ্চিত না হয়, তার জন্য মুখ্যমন্ত্রী বার বার সতর্ক করেছে খাদ্য দফতরকে।
এবার মুখ্যমন্ত্রীর এই সতর্কতার পর ধান বিক্রিতে স্বচ্ছতা আনতে পদক্ষেপ করল খাদ্য দফতর। ফড়েদের হাত থেকে কৃষকদের মুক্তি দিতে চালু হল ‘খাদ্যসাথী অন্নদাত্রী অ্যাপ।’ এই অ্যাপের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পারবে।
সরকারি সূত্রে বলা হচ্ছে, সমস্ত চাষি তাদের উৎপাদিত ধান সরকারি ক্রয় কেন্দ্রে নিয়ে যেতে পারে না। কারণ, সেক্ষেত্রেও গাড়ি ভাড়া লাগে। ফড়েরা সেই সুযোগটাই নেন। চাষিদের হাতে সহায়ক মূল্যের কিছু কম টাকা দিয়ে ধান কিনে নেন। অর্থাৎ আখেরে সমর্থন মূল্যের পুরোটা হাতে পান না অনেকেই। এবার সেই সমস্যা মেটাতেই উদ্যোগ খাদ্য দফতরের।