বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি-র প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান অনেক ক্রিকেট মহলের অনেক বিশিষ্ট ব্যক্তিত্বই। তবে ভারতের প্রাক্তণ অধিনায়ক যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর প্রেসিডেন্ট হন, তাহলে তাঁর কাছে নির্বাসন তুলে নেওয়ার আবেদন করবেন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া।
এর আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক স্মিথও আইসিসি প্রেসিডেন্ট হিসেবে সৌরভের কথা বলেছিলেন। এ বার কানেরিয়াও একই সুরে মন্তব্য করলেন।
পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার এক চ্যানেলে বলেছেন, “হ্যাঁ, আমি তখন ফের আবেদন করব। আর আমি নিশ্চিত যে সম্ভাব্য সব রকম উপায়ে আইসিসি আমাকে সাহায্য করবে। সৌরভ গঙ্গোপাধ্যায় এক জন অসাধারণ ক্রিকেটার। সূক্ষ্ম বিষয়গুলিও ওর কাছে ধরা পড়ে। আইসিসি প্রেসিডেন্ট হিসেবে সৌরভের চেয়ে যোগ্য প্রার্থী আর হয় না।”
২০১২ সালে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসিত হয়েছিলেন। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে তিনি তা স্বীকার করেছিলেন। সৌরভের প্রসঙ্গে তিনি বলেছেন, “ভারতকে দুর্দান্ত ভাবে নেতৃত্ব দিয়েছিল সৌরভ। তার পর মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলি এগিয়ে নিয়ে গিয়েছে ভারতকে। এখন সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আইসিসি-র প্রধান হিসেবে সৌরভ ক্রিকেটকে উন্নতির পথেই নিয়ে চলবে।”