বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরত আনতে মোদী শুরু করেন বন্দে ভারত প্রকল্প। অনেকে এর দ্বারা ফিরলেও এখনও এমন অনেক পড়ুয়া আটকে রয়েছেন যাঁরা এই প্রকল্পের খরচ সামলাতে অপারগ। অসহায় অবস্থায় ভিনদেশেই আটকে রয়েছেন তাঁরা। কারণ বাড়িয়ে দেওয়া হয়েছে বিমানের ভাড়া।
এই প্রকল্পের অন্তর্গত বিশেষ বিমানগুলি ভাড়া স্বাভাবিক সময়ের চাইতে অনেক বেশি। ফলে, বিদেশে আটকে থাকা অনেক ভারতীয় ছাত্রছাত্রীর সেই ভাড়া দিয়ে বিমানে চড়ার সামর্থ্যই নেই। আটকে রয়েছেন তাঁরা।
কানাডার ভ্যাঙ্কুভারে আটকে রয়েছেন অক্ষত। স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা করছেন সেখানে। জানালেন, ‘স্বাভাবিক সময়ে দেশে ফেরার জন্য আমি ৫০ থেকে ৭০ হাজার মূল্যের টিকিট কাটি। কিন্তু এবারে বিশেষ বিমানের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকার টিকিট কাটতে হবে। সেটা সম্ভব নয়। তাই আমার মতো আরও অনেক ছাত্রছাত্রী এখানে আটকে রয়েছেন।’
একই সুরে কথা বললেন ভিক্রান্ত, ‘আমরা ছাত্রছাত্রী। পড়াশোনার পাশাপাশি ছোটখাটো চাকরি করি নিজেদের খরচা নিজেরা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এত দামি টিকিট কাটার মতো পয়সা আমরা জমিয়ে রাখি না।’