জর্জ ফ্লয়েডকে নৃশংসভাবে হত্যার পরেই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি জানালেন, ভারতে আইপিএল খেলতে গিয়েও তাঁকে বর্ণবিদ্বেষের সম্মুখীন হতে হয়েছে। জানা গিয়েছে, আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলাকালীন তাঁকে এবং শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকে ডাকার সময় একটি শব্দ ব্যবহার করা হত। যে শব্দটি কৃষ্ণাঙ্গদের গায়ের রং বোঝাতে ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়। কিন্তু সেই সময় শব্দটির অর্থ জানা ছিল না স্যামির। এখন জেনেছেন। আর জানার পরেই প্রচণ্ড ক্ষুব্ধ স্যামি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’বার টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘যখন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আমি আর পেরেরা খেলতাম, তখন আমাদের ওই নামেই ডাকা হত। তখন আমি শব্দটার মানে জানতাম না। ভাবতাম, শব্দটার মানে দারুণ শক্তিশালী একটা ঘোড়া। কিন্তু এখন জানার পরে আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি।’
ইনস্টাগ্রামে এই ভাবে মনের কথা বলেছেন স্যামি। অবশ্য এটা বলেননি যে, কখন তাঁকে এই ধরনের মন্তব্যের মুখে পড়তে হয়েছিল। বা কে তাঁকে ওই নামে ডাকত। স্যামির সতীর্থ, কার্লোস ব্রেথওয়েটও এই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে মুখ খুলেছেন। জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে লন্ডনে এক মিছিলে যোগ দেন এই অলরাউন্ডার। ক্যারিবিয়ান কিংবদন্তি মাইকেল হোল্ডিং আবার মনে করেন, সমাজ থেকে বর্ণবিদ্বেষ নির্মূল করতে না পারলে খেলা থেকেও তা দূর করা যাবে না।