বাংলায় ৩০ জুন পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চতুর্থ দফার লকডাউন শেষে গোটা দেশে ৩০ জুন পর্যন্ত পঞ্চম দফার লকডাউন জারি হয়েছে। এ রাজ্যের ক্ষেত্রে তা ছিল ১৫ জুন পর্যন্ত। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল জনজীবন। প্রায় আড়াই মাস পর অফিসমুখো হয়েছিলেন চাকুরিজীবিরা। কিন্তু আনলক ওয়ানের শুরু থেকেই প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যা আতঙ্ক বাড়িয়েছে মানুষের।
এই পরিস্থিতিতে সোমবার ফের লকডাউনের মেয়াদবৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানালেন ৩০ জুন অবধি রাজ্যে জারি থাকবে লকডাউন। পাশাপাশি তিনি বলেন, ‘গণপরিহণ চালু হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরবর্তীতে আরও বেশি হারে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই প্রত্যেকে সচেতন হন। নিয়মাবলি মেনে চলুন।’
তবে এদিন আরও কিছু ক্ষেত্রে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী। ধর্মীয় সভা, বিয়ে বাড়ি অথবা যেকোনও অনুষ্ঠানে ১০ জনের পরিবর্তে ২৫ জন পর্যন্ত জমায়েত করা যাবে বলে জানালেন তিনি। পাশাপাশি, সাইকেলে যে এলাকায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল, সেক্ষেত্রেও ছাড় মিলবে বলে জানিয়েছেন মমতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মনে করিয়ে দেন, আগামী ১০ জুন পর্যন্ত ভিন রাজ্য থেকে আরও অনেক ট্রেন আসবে। সব মিলিয়ে ১১ লক্ষেরও বেশি লোক ঢুকে যাবে বাইরে থেকে। ফলে সতর্কতা বজায় রাখতেই হবে।