একই সময়ে ভূমিকম্পে কাঁপল ঝাড়খণ্ড এবং কর্নাটক। শুক্রবার ৫ জুন সকালে ভূ-কম্পন অনুভূত হয়েছে কর্নাটকের হাম্পি এবং ঝাড়খণ্ডের জামশেদপুরে।
সাতসকালে ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে দুই রাজ্যেই। কম্পন অনুভূত হতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৬টা ৫৫মিনিট নাগাদ ভূ-কম্পন অনুভূত হয়েছে জামশেদপুরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৭। প্রায় একই সময়ে ভূমিকম্প হয় কর্নাটকে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.০।
দু’দিন আগেই হরিয়ানার রোহতকেও দু’বার ভূমিকম্প হয়েছে একই দিনে। দিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরের রোহতকে হওয়া কম্পনের মাত্রা খুব বেশি না হলেও বড় বিপর্যয়ের আশঙ্কায় রয়েছেন ভূ-বিজ্ঞানীরা। গত কয়েকদিন ধরে মাঝে মাঝেই দিল্লি এবং তার চারপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা তেমন কিছু বেশি না হলেও গবেষকদের অনুমান আগামী সময়ে হয়তো বড় বিপর্যয় হতে পারে দিল্লীতে।