২০০৭ সালের ১২ মে মীরপুর স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশের হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল। আর সেই লড়াইয়ের ক্রেডিটের পুরোটাই ‘ব্যাটসম্যান’ মাশরাফি মোর্তাজার। সেটা ছিল একটা রেকর্ড। এমন রেকর্ড যা কোনও বাংলাদেশি ব্যাটসম্যান আজ অবধি ভাঙতে পারেননি। সে দিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সামনে ২৮৫ রানের টার্গেট রেখেছিল ভারত। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।
ব্যাট করতে নেমে ৩৫ ওভার ২ বলেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তারপরই ব্যাট হাতে নামেন মাশরাফি বিন মোর্তাজা। হার একপ্রকার নিশ্চিতই ছিল। মোর্তাজার মাথায় ঘোরাফেরা করছিল একটাই বার্তা, ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে!
চিরস্মরণীয় এই ম্যাচের ১৩ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের তাবড় ব্যাটসম্যানরাও ‘বোলার’ মাশরাফির এই ব্যাটিং রেকর্ড ভাঙতে পারেননি।
ব্যাট করতে নেমে প্রথম বলে টুক করে একটা সিঙ্গেল নিয়ে মাশরাফিকে সুযোগ করে দেন আব্দুর রজ্জাক। দ্বিতীয় বলেই মোঙ্গিয়ার মাথার উপর দিয়ে মিড অনে মাশরাফির লম্বা ছক্কা। তৃতীয় বলে মিড উইকেটের উপর দিয়ে ফের আর একটা ছক্কা হাঁকান মাশরাফি। চতুর্থ বলে ওয়াইড লং অন দিয়ে আবার ছয়। হ্যাটট্রিক। পঞ্চম বলে ফের মোঙ্গিয়ার সোজা মাথার উপর দিয়ে দেন মাশরাফি। শেষ বলে সিঙ্গেল নিয়ে নেন। ৫ বলেই ২৫ রান করেন মাশরাফি।