আজ ৫ জুন। বিশ্ব পরিবেশ দিবস। এই ধরত্রীকে মানুষ জাতির বাসভূমি হিসাবে বজায় রাখতে হলে পরিবেশ রক্ষায় মন দিতেই হবে। সেই পরিবেশ দিবসেই টুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এদিন তিনি এটাও জানান যে, উম্পুনের দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পরিবেশের ওপর বিপুল আঘাত এসেছে। হাজার হাজার গাছ পড়ে গিয়েছে। তাই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে রাজ্যের বুকে সবুজকে আবার ফিরিয়ে আনতে। জীবন বাঁচাতে গেলে সবুজ বাঁচাতেই হবে। এদিন মুখ্যমন্ত্রী নতুন এক শ্লোগানও শুরু করেছেন, ‘সেভ গ্রিন সেভ লাইফ।’
এদিনই দক্ষিণ কলকাতায় নিজের হাতে গাছ পুঁতে মুখ্যমন্ত্রী রাজ্যে সবুজায়নের নতুন এক অধ্যায়ের সূচনা ঘটাবেন। এই বৃক্ষরোপনের মধ্যে দিয়েই রাজ্য জুড়ে গাছ লাগানোর প্রকল্প শুরু হয়ে যাবে। আগামী ১ মাস ধরে সুন্দরবনে চলবে পাঁচ কোটি ম্যানগ্রোভ গাছ পোঁতার কাজ। সুন্দরবনকে বাঁচাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উম্পুনে সারা রাজ্যে প্রায় দেড় লক্ষ গাছ পড়ে গিয়েছে। শুধু মাত্র কলকাতার বুকেই গাছ পড়েছে প্রায় ১৫ হাজার। তাই রাজ্যকে আবার সবুজে ঢেকে দিতে হবে যত দ্রুত সম্ভব। রাজ্য সরকারের পক্ষ থেকে তাই আগামী এক মাস সারা রাজ্যজুড়েই বৃক্ষরোপণ করা হবে, যাতে ফের বাংলা সবুজ হয়ে উঠতে পারে। সুন্দরবনে পাঁচ কোটি ম্যানগ্রোভের পাশাপাশি রাজ্যে প্রায় ৬ কোটি গাছ লাগানো হবে। আজ শুক্রবার দক্ষিণ কলকাতার হরিশ পার্কে বন দফতরের এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উদ্যোগের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।