আগামী ১৩ জুন ফের লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। তার আগেই দুশ্চিন্তা বাড়ল কোচ কিকে সেতিয়েনের। মঙ্গলবার চোট পেলেন লায়োনেল মেসি।
অনুশীলনে ডানপায়ের অ্যাডাকটর পেশিতে টান লাগে আর্জেন্তাইন মহাতারকার। সঙ্গেসঙ্গে এমআরআই করা হয়। পেশিতন্তুতে সামান্য চোট ধরা পড়ে রিপোর্টে। বুধবার অনুশীলনেও আসেননি এলএমটেন। ক্লাব সূত্রে খবর, সুস্থ হতে কমপক্ষে ১০দিন সময় লাগবে তাঁর। ফলে ১৩ মে মায়োরকার বিরুদ্ধে লিওকে ছাড়াই দল সাজাতে হবে বার্সা কোচকে। এমনকী চোট সারিয়ে মেসির পুরোপুরি সুস্থ হতে আরও বেশি সময় লাগলে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
আগামী পাঁচ সপ্তাহের মধ্যে ১১টি ম্যাচ খেলতে হবে গ্রিজম্যান- সুয়ারেজদের। তাই ক্লান্তির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় মেসির চোট সেতিয়েন-ব্রিগেডের উপর চাপ নিঃসন্দেহে বাড়াল। উল্লেখ্য, বর্তমানে লা লিগা লিগ টেবলে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ মাত্র দু’পয়েন্ট পিছিয়ে। কেরিয়ারে এই নিয়ে চতুর্থবারের জন্য অ্যাডাকটর পেশিতে চোট পেলেন মেসি। ২০১৬ সালে প্রথম এই কারণেই তিনদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। তারপর ২০১৮ সালে একই সমস্যায় প্রায় এক সপ্তাহ খেলতে পারেননি বাঁ পায়ের শিল্পী ফুটবলারটি।