আইএসএল রানার্স হওয়ার সুবাদে এএফসি কাপে খেলার কথা ছিল চেন্নাইয়ন এফসি-র। কিন্তু তা হচ্ছে না। বরং তার পরিবর্তে আইএসএল-এর গ্রুপ লিগের তৃতীয় হয়েও কপাল খুলে গেল বেঙ্গালুরু এফসির। আগামী মরশুমে এএফসি কাপ এর গ্রুপ লিগের প্লে-অফে খেলার ছাড়পত্র পেলেন সুনীল ছেত্রীরা।
ফেডারেশন সূত্রের খবর, এএফসি-র নির্দেশেই সেই জায়গা খেলতে চলেছে বেঙ্গালুরু। কেননা আইএসএল-এর চ্যাম্পিয়ন দল আর আইএসএলের গ্রুপ লিগে রানার্স দল এটিকে। কিন্তু মোহনবাগানের সঙ্গে হাত মেলানোয় তারা সরাসরি এএফসি কাপ এর গ্রুপ পর্বে খেলবে। আই লিগ চ্যাম্পিয়ন হওয়াতে এএফসি কাপে সরাসরি খেলার ছাড়পত্র আগেই পেয়েছে মোহনবাগান। অন্যদিকে আইএসএলের গ্রুপ লিগে চ্যাম্পিয়ন হওয়ায় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার ছাড়পত্র পেয়েছে এফসি গোয়া।