সম্প্রতি রোহিত শর্মার সঙ্গে ক্রিকেট নিয়ে ইনস্টাগ্রামে আড্ডা দিয়েছিলেন যুবরাজ সিং। সেখানেই চাহালকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেন যুবরাজ সিং। যে অংশটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা দাবি জানান যে, যুবরাজ সিংকে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে নেট দুনিয়ায় শুরু হয়েছে ‘যুবরাজ সিং মাফি মাঙ্গো’ ক্যাম্পেনও।
যুবির মুখে বিদ্বেষমূলক কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন তাঁর ফ্যানেরা। ভক্তরা এও বলেছেন, চাহলের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়া ভরে গেছে ‘যুবরাজ সিং মাফি মাঙ্গো’ ট্যাগে।
প্রসঙ্গত, রোহিত শর্মা-যুবরাজ সিংয়ের ইনস্টাগ্রাম চ্যাটের মাঝখানে হঠাৎ ঢুকে পড়েন ভারতীয় দলের রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহল। তখনই মজা করতে গিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেন যুবি। তবে এভাবেই মজার ছলে চাহালকে নিয়ে রসিকতা করে নেটিজেনদের রোষের মুখে যুবরাজ সিং।