উম্পুনের রেশ কাটতে না কাটতেই হাজির নিসর্গ। আজই ভূমিভাগে আছড়ে পড়তে শুরু করল এই ঘূর্ণিঝড়। এই ঝড়ের প্রভাবে মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র জুড়ে শুরু হয়ে গিয়েছে তাণ্ডব। আগামী ৩ ঘণ্টা ঘরে চলবে আছড়ে পড়ার প্রক্রিয়া, জানিয়েছে মৌসম ভবন। ইতিমধ্যেই মহারাষ্ট্রের রায়গড় জেলায় ঝড়ের মুখ প্রবেশ করে গিয়েছে।
আইএমডি জানিয়েছে, মুম্বই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আলিবাগে ল্যান্ডফল হওয়ার কথা নিসর্গের। ইতিমধ্যেই র্যাডারে ঘূর্ণিঝড়ের চোখের অবস্থান স্পষ্ট ধরা পড়েছে। আইএমডি জানিয়েছে, নিসর্গের চোখের ব্যাস ৬৫ কিলোমিটার।
আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছিলেন, “দুপুর একটা থেকেই ল্যান্ডফল শুরু হবে । দুপুর ১’টা থেকে চার’টের মধ্যে মহারাষ্ট্রের হরিহরেশ্বর থেকে দমনের উপকূল ধরে সেটি এগিয়ে যাবে আলিবাগের দিকে। সেই সময় থানে এবং রায়গড় জেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার”। সকলকে সতর্ক থাকার কথাও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, নিসর্গের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায়। সেইসঙ্গে সতর্ক করা হয়েছে গুজরাত উপকূলকেও।