লকডাউনের নিয়ম ধীরে ধীরে শিথিল হচ্ছে। খুব তাড়াতাড়ি ভারতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন করতে দেখা যাবে বলে জানিয়েছেন বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। তবে এরপর ক্রিকেট কেমন হবে তা নিয়ে ধোঁয়াশায় ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ইনস্টাগ্রাম লাইভে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কথোপকথনের সময় বিরাট বলেন, ‘ঠিক বুঝে উঠতে পারছি না ক্রিকেটে কী কী পরিবর্তন আসতে চলেছে। এক একজন এক এক রকম কথা বলছে। অনুশীলনের সময়ও এখন থেকে নাকি আর করমর্দন করা যাবে না। এতদিন পর সবার সঙ্গে দেখা হবে, কিন্তু হাত মেলাতে পারব না। সংক্রমণের ভয়ে দূরে দাঁড়িয়ে থাকতে হবে। এগুলো মানিয়ে নেওয়া সত্যিই কঠিন। কিন্তু কিছু করার নেই। করোনা ভাইরাসের মোকাবিলায় এই সাবধানতা আমাদের অবলম্বন করতেই হবে, যতক্ষণ না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে। জানি না, কতদিন এভাবে নিষেধাজ্ঞার ঘেরাটোপে আমাদের ক্রিকেট খেলতে হবে।’
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ইতিমধ্যে করোনা পরবর্তী সময়ে ক্রিকেট চালু করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলার কথা বলেছে। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলির বক্তব্য, ‘আমরা খেলোয়াড়। যেকোনও পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা উজাড় করে দেওয়াই আমাদের কর্তব্য। আমি জানি, দীর্ঘদিন পর ক্রিকেট যখন শুরু হবে তখন নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে প্রথমদিকে সমস্যা হবে। তব সেই জড়তা কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না।’