দিনের পর দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আগেই আক্রান্তের সংখ্যায় চীন ও ইরানকে টপকে গিয়ে বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে প্রথম দশে ঢুকে পড়েছে ভারত। তবে রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। এবার একদিনে সংক্রমণের ফের নয়া রেকর্ড দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩৯৪ জন। আর তার সঙ্গে সঙ্গেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ছাড়িয়ে গেল।
শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ১৯০৫৩৫। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩৯৪। মোট করোনা আক্রান্তের সংখ্যায় এখন বিশ্বের সাত নম্বর দেশ ভারত। শেষ ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ২৩০জন। এখনও পর্যন্ত ৯১৮১৯ জন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৯৩৩২২।
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এখনও দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে ৬৭,৬৫২ জন করোনা আক্রান্ত, মারা গিয়েছেন ২২৮৬ জন। তারপরেই আছে তামিলনাড়ু (২২৩৩৩), দিল্লী (১৯৮৪৪), গুজরাত (১৯৭৭৯), রাজস্থান (৮৮৩১), মধ্যপ্রদেশ (৮০৮৯), উত্তরপ্রদেশ (৭৮২৩), বাংলা (৫৫০১), বিহার (৩৮১৫), অন্ধ্রপ্রদেশ (৩৬৭৯), কর্ণাটক (৩২২১)।