ফোর্বস পত্রিকার রোজগারের নিরিখে বিশ্বের এক নম্বর ক্রীড়াবিদ হলেন রজার ফেডেরার।
তিনি টপকে গেলেন জুভেন্তাস তারকা ক্রিস্তিয়ানো রোনাল্দোকে। ফেডেরারের বার্ষিক রোজগার এখন ১০৬.৩ মিলিয়ন ডলার।
ফেডেরার যে রোনাল্ডোকে টপকালেন, তার কারণ করোনাভাইরাস। এর জন্য ইতালির ক্লাব জুভেন্তাস রোনাল্ডোর পারিশ্রমিকে কাটছাঁট করেছে। ফলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন ফেডেরার। তিন নম্বরে আছেন মেসি। চারে নেইমার। মেয়েদের মধ্যে এক নম্বরে আছেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। ভারতের বিরাট কোহলিই (৬৬) একমাত্র প্রথম একশোজনের মধ্যে রয়েছেন।