শুক্রবার নবান্নেরে সাংবাদিক বৈঠক থেকে রেলের শ্রমিক স্পেশ্যাল ট্রেনকে ‘করোনা এক্সপ্রেস’ বলে তোপ দেগেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার সুরেই শনিবার এই ট্রেনগুলিকে ‘মৃত্যুপুরী’ বলে কটাক্ষ করলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরি। এক সর্বভারতীয় মাধ্যমকে দেওয়া সাক্ষাকারে তিনি ‘অপরিকল্পিত’ লকডাউন নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করেন। সেখানেই কংগ্রেস সাংসদ বলেন, ‘পরিযায়ীদের জন্য কেন্দ্র যে ট্রেন চালাচ্ছে তা আদতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।’
পরিযায়ী শ্রমিকদের দুর্দশা বুঝতে মোদী সরকার ‘সম্পূর্ণভাবে ব্যর্থ’ হয়েছে বলে মন্তব্য করেছেন অধীর। তাঁর কথায়, ‘কোনও পরিকল্পনা ছাড়াই মাত্র চার ঘণ্টার নোটিশে লকডাউনের ঘোষণা করে কেন্দ্র সরকার। যার প্রতিক্রিয়া হয় ভয়াবহ। পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা বুঝতেই পারেনি কেন্দ্র সরকার।’ উল্লেখ্য, গত ২৫ মার্চ থেকে গোটা দেশজুড়ে চলছে একটানা লকডাউন। আর তারপর থেকেই একের পর এক পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি সামনে আসতে থাকে। যা নিয়ে বারবার কেন্দ্র বিরুদ্ধে অভিযোগ শানিয়েছে বিরোধীরা।
এদিনও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রসঙ্গ তুলে ধরে অধীর বলেন, ‘রাহুল গান্ধী ফেব্রুয়ারি মাস থেকে বারবার লকডাউন ঘোষণার আবেদন জানাচ্ছিলেন। কিন্তু তাতে কান দেননি প্রধানমন্ত্রী। তিনি তখন মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে ফেলতে ব্যস্ত ছিলেন।’ যখন লকডাউন করলেন ততক্ষণে সবশেষ। দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যার ফল আজকে দেশবাসীকে ভুগতে হচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রীর দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেছেন কংগ্রেস সাংসদ।