ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সূচি ঘোষণা হয়েছিল বৃহস্পতিবারেই। কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারির জেরে সেই সূচি বদলও হতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ চারটি জায়গার বদলে একটি জায়গাতেও হতে পারে বলে জানাল অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড।
ঘোষিত সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট খেলার কথা, ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তা কেভিন রবার্টস বলেছেন, “করোনার জেরে কিছু সফর-নিষেধাজ্ঞা রয়েছে। তাই সূচি পরিবর্তনও হতে পারে”।