দিনের পর দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আগেই আক্রান্তের সংখ্যায় চীনকে ছাপিয়ে গিয়েছিল। আর সোমবার ইরানকেও টপকে গিয়ে বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে প্রথম দশে ঢুকে পড়ে ভারত। তবে রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। এবার একদিনে সংক্রমণের ফের নয়া রেকর্ড দেশে। আজ এক লাফে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লক্ষ ৫৮ হাজার। আর গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা বাড়ল ৬৫৬৬ জন। এই নিয়ে পরপর সাতদিন দৈনিক করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেড়েছে ৬ হাজার করে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকাল ৮টার বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৫৮৩৩৩। করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনা সংক্রমণ নিয়ে আইসোলেশনে রয়েছেন ৮৬১১০ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত রবিবার দেশে মোট সংক্রমণের সংখ্যা ছিল ৯০৯২৭। সুতরাং আট দিনের মধ্যে করোনা রোগী বেড়েছে প্রায় ৫০ হাজার। আর এই রেকর্ড বৃদ্ধিতেই বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্ত দেশের তালিকায় ঢুকে পড়েছে ভারত। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুও হয়েছে রেকর্ড সংখ্যক। কেন্দ্রের হিসেব বলছে ভাইরাস সংক্রমণে একদিনে মৃতের সংখ্যা ১৯৪ জন। গত কয়েকদিনের তুলনায় যেটা অনেকটাই বেশি।
এখনও অবধি দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৪৫৩১ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১৮৯৭ জনের। ৯৩৮ জন মারা গিয়েছেন গুজরাতে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ৩১৩, দিল্লীতে ৩০৩। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ (১৮২), রাজস্থান (১৭৩),ও তামিলনাড়ু (১৩৩)। অন্যদিকে, দেশের করোনা আক্রান্তের এক তৃতীয়াংশেরও বেশি মহারাষ্ট্রে। সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫৬৯৪৮। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯০ জন। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৮৫৪৫। এর পরেই রয়েছে দিল্লী(১৫২৫৭) এবং গুজরাত(১৫১৯৫)।