এতদিন করোনা পরীক্ষার জন্য ৪৫০০ টাকা মূল্য বেঁধে দিয়েছিল আইসিএমআর। এর আজ সেই প্রাইসিং ক্যাপ তুলে নেওয়া হল। এবার থেকে করোনা টেস্টের মূল্য সম্পূর্ণভাবে রাজ্যগুলির ওপর ছেড়ে দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। ফলে করোনা টেস্টের মূল্য আরও কমতে চলেছে।
আইসিএমআর এক নির্দেশিকায় বলেছে, ‘বর্তমান সময়ে টেস্টিং কিটের প্রাচুর্যের কথা মাথায় রেখে ১৭ মার্চের নির্দেশিকা অনুযায়ী করোনা টেস্টিংয়ের প্রাইসিং ক্যাপ ৪৫০০ টাকা রাখার সিদ্ধান্ত তুলে নেওয়া হল। এবার এই সিদ্ধান্ত নেবে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। তারা প্রাইভেট ল্যাবগুলির সঙ্গে এই নিয়ে আলোচনা করতে পারবেন।’
বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রাজ্যের সঙ্গে এই নিয়ে আলোচনা করছে আইসিএমআর। ইতিমধ্যেই দেশেও যথেষ্ট পরিমাণে টেস্টিং কিট তৈরি হচ্ছে। ফলে বাজারে স্থিতাবস্থা যেমন তৈরি হয়েছে, তেমনই বিভিন্ন প্রস্তুতকারক সংস্থার মধ্যে বাজার ধরার প্রতিযোগিতাও বেড়েছে। আর যোগান বাড়ায় স্বাভাবিক ভাবেই টেস্টিং কিটের দামও কমছে।