এর আগে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে অর্থদান করেছিল ইস্টবেঙ্গল। এমনকি প্রশাসনের যে কোনো দরকারে ফের এগিয়ে আসার কথাও জানিয়েছিল ক্লাবের কর্তারা। আর নিজেদের কথামতই এবার ক্লাব সদস্যদের মাধ্যমে উম্পুন দুর্গতদের মধ্যে ত্রাণ পৌঁছে দিতে চায় ইস্টবেঙ্গল ক্লাব। সে জন্য মেট্রো চ্যানেলে ত্রাণ সংগ্রহেও বসতে চায় তারা। এই মর্মে গতকাল সন্ধেয় রাজ্য সরকারের কাছে অনুমতি চাইল লাল-হলুদ ক্লাব।
সোমবার বিকেলে ক্লাবের এক সভায় সিদ্ধান্ত হয়েছে এ ব্যাপারে। বৈঠকের পর ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার ওরফে ময়দানের নিতুদা বলেন, ‘আমাদের সদস্যরা মেট্রো চ্যানেলে ত্রাণ সংগ্রহে নামতে চান। তারপর সেই ত্রাণ পৌঁছে দেওয়া হবে উম্পুন দুর্গতদের মধ্যে। আমরা রাজ্য সরকারের কাছে এই বিষয়ে অনুমতি চেয়েছি। সেটা মিললেই সদস্যরা এই কাজে নেমে পড়বেন।’
তবে ত্রাণ সংগ্রহ ছাড়াও আরও দুটি বিষয়ে আলোচনা হয়েছে গতকাল। কেন্দ্রীয় সরকার যে স্টেডিয়াম খোলার অনুমতি দিয়েছে, তাতে ইস্টবেঙ্গল মাঠও কি ব্যবহার করা যাবে? এই বিষয়ে জানতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে চিঠি দিচ্ছে ইস্টবেঙ্গল। তৃতীয় যে বিষয়ে আলোচনা হয়েছে সেটি সংস্কারমূলক। বুধবার উম্পুনের ধাক্কায় গ্যালারির একদিকের আমগাছ পড়ে ক্ষতি হয়েছে গ্যালারির একাংশের।