জুলাই থেকেই খুলে যাবে দেশের স্কুল। তবে ক্লাস সেভেন অবধি পড়ুয়াদের আসতে হবে না। ক্লাস হবে শুধু এইট থেকে টুয়েলভের। সব রকম স্বাস্থ্যবিধি মেনেই খোলা হবে স্কুল। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হল এমনটাই।
আপাতত জোন অনুযায়ী ধাপে ধাপে সমস্ত স্কুল খোলা হবে। যেমন গ্রিন জোনের স্কুলগুলি আগে খোলা হবে এরপর অরেঞ্জ জোনের স্কুলগুলি খোলার নির্দেশ দেওয়া হবে তারপর সব থেকে শেষে রেড জোনের স্কুলগুলি খোলা হবে। তবে স্কুল খুললেও সেখানে পড়ুয়াদের উপস্থিতির হার যেন একদিনে ৩০ শতাংশের বেশি না হয়। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের ঘুরিয়ে ফিরিয়ে স্কুলে আসতে হবে।
এত দিন ধরে স্কুল বন্ধ থাকার পরে পড়াশোনার যে ক্ষতি হয়েছে, সেই কারণে সিলেবাস ছোট করা হবে কিনা, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করা হয়েছে বলে খবর। সে ঘোষণা হয়তো আর কয়েক দিন পরেই করবে সরকার। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন, “শিক্ষক এবং পড়ুয়া উভয়ের সুরক্ষার কথা ভেবেই নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলতে হবে এখন। সামাজিক দূরত্ব হোক বা পরিচ্ছন্নতা — এ বিষয়ে কোনও আপস করা যাবে না।”
ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত যে পড়ুয়ারা স্কুলে আসছে, তারাও সামাজিক দূরত্ব মানার বিধি মানছে কিনা, তা ভাল করে দেখতে হবে শিক্ষকদের। শিক্ষক-শিক্ষিকা দের মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। প্রতিটা স্কুলে ব্যবস্থা করতে হবে থার্মাল স্ক্রিনিংয়েরও। তিন জন বসার বেঞ্চগুলিতে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না।