কয়েক সপ্তাহ ধরে শ্রমিক ট্রেনে ঘরে ফিরছেন এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। কড়া পর্যবেক্ষণে তাঁদের ঘরে ফেরানো হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের মধ্যে করোনা উপসর্গ থাকার খবর মিলছে বিভিন্ন জেলা থেকে। কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে তাঁদের। কিন্তু ঘূর্ণিঝড় উম্পুনের ঘণ্টা কয়েকের তাণ্ডব প্রায় ধ্বংসস্তুপে পরিণত করে গিয়েছে রাজ্যের বিস্তীর্ণ অংশকে। ঘটনার তিন দিন পর এখনও বহু জায়গা বিদ্যুৎহীন, জলহীন, যোগাযোগহীন। একটু মাথা গোঁজার আশ্রয় এবং খাবারের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন মানুষ। এই পরিস্থিতিতে বাংলায় এখনই স্পেশাল ট্রেন না পাঠানোর জন্য অনুরোধ করা হল রাজ্যের তরফে।
বিশেষ ট্রেন এখনই রাজ্যে না পাঠাতে অনুরোধ করে রেলবোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। উদ্ধার ও ত্রাণ কার্যে ব্যস্ত সংশ্লিষ্ট জেলা প্রশাসন। এই সময় শ্রমিক ট্রেনে আসা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা অসম্ভব বলে জানিয়েছেন তিনি। শুক্রবার গভীর রাতে এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর। রাজ্য প্রশাসন এখন উম্পুনের ক্ষত সারিয়ে তুলতে ব্যস্ত। তাই স্পেশাল ট্রেনে অন্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা আসলে তাঁদের নিজেদের গ্রামে পৌঁছে দেওয়া, স্বাস্থ্য পরীক্ষা করা এবং কোয়ারেন্টাইন করার মতো পরিষেবা দিতে সমস্যা হবে বলে জানান হয়েছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেই আগামী ২৬ মে পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেন না পাঠাতে অনুরোধ করা হয়েছে বলে জানা গিয়েছে।