বুধবার উম্পুন যা ধ্বংসলীলা চালিয়েছে বাংলা জুড়ে তার চিহ্ন এখনো বর্তমান। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। এমনকি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
হাওয়া দফতর জানিয়েছে, পূবালি হাওয়া ও দক্ষিণী হওয়ার জেরে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। আর তার জেরেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রবিবার। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলবে।
অন্যদিকে, কলকাতায় শনিবার সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।