উম্পুনের প্রথম বলি হল একটি ২ মাসের শিশু। একটি বাড়ির দেওয়াল ভেঙে ওই শিশুর মৃত্যু হয়েছে উড়িষ্যার ভদ্রকে। বুধবার সকালে প্রায় ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইছিল। সেইসময় এই ঘটনা ঘটে। ওই পরিবার একটি কাঁচা বাড়িতে বসবাস করত। সেই বাড়িটির দেওয়ালই এদিন ভেঙে পড়ে।
জানা গেছে ভদ্রকের বাসিন্দা পেশায় কৃষক বলরাম দাসের ছেলের মৃত্যু হয়েছে। সেইসময় শিশুটি ঘুমোচ্ছিল। রাতভর বৃষ্টির জেরেই ভেঙে পড়ে ছাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
অন্যদিকে ইতিমধ্যেই সুন্দরবনের স্থলভাগ ছুয়ে ফেলেছে উম্পুন। চলছে প্রবল বৃষ্টি। বাড়ছে হাওয়ার দাপট। ইতিমধ্যেই বেশ কিছু গাছ উপড়ে পড়েছে কলকাতায়৷ তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রস্তুত প্রশাসন।