জাতীয় দলের জার্সি গায়ে ওয়ার্নের মুখোমুখি তিনি হননি। কিন্তু আইপিএলে প্রাক্তন অজি স্পিনারের বিরুদ্ধে খেলেছিলেন বিরাট কোহলি। আর ২০০৯ সালের আইপিএল-এ সেই বিরাট কোহলিকেই বোকা বানিয়েছিলেন শেন ওয়ার্ন। কয়েকদিন আগে একটি লাইভ সাক্ষাৎকারে এসে ওয়ার্নের সঙ্গে তাঁর দ্বৈরথের কথা জানালেন বিরাট।
ভারতের ক্রিকেট দলের অধিনায়ককে সেদিন প্রশ্ন করা হয়, ‘শেষ বলে তিন রান দরকার। তুমি বোলার বেছে নিতে পারবে। আমি তোমাকে দুটো অপশন দিলাম— শেন ওয়ার্ন আর ওয়াকার ইউনুস। তুমি কাকে বাছবে?’ কোহালি জবাবে বলেন, ‘শেন ওয়ার্ন ডেথ ওভারে বল করে না। ওয়াকার ইউনুসের ইয়র্কার থেকেও আমি রান করতে পারব বলেই আমার বিশ্বাস।’
এরপরে কোহলি ও ওয়ার্নের ব্যাট-বলের লড়াই নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘২০০৯ সালের আইপিএলে শেন ওয়ার্ন আমাকে বোকা বানিয়ে দিয়েছিল। ২০১১ সালেও আমি ওর মুখোমুখি হয়েছিলাম। খুব একটা উল্লেখযোগ্য কিছু ঘটেনি। ও আমাকে আউট করতে পারেনি। আমিও ওর বিরুদ্ধে বেশি রান করতে পারিনি।’