গত পাঁচ দিন ধরে নির্মলা সীতারামণের পাঁচ দফা স্টিমুলাস প্যাকেজ যেন কোনও ইতিবাচক প্রভাব ফেলতে পারলো না বাজারে। সোমবার শেয়ারবাজার খুলল হতাশ জনক ভাবে।
এদিন সকাল থেকেই শেয়ারের দামগুলো লাল হয়ে থাকতে দেখা গেল। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স প্রায় সাড়ে ৭৫০ পয়েন্ট নেমে যায়। অনুরূপ ২০০ পয়েন্টের বেশি পতন দেখা যায় নিফটি ক্ষেত্রেও। ব্যাংকের শেয়ারে ভালোমতন পতন লক্ষ্য করা গিয়েছে।
পাঁচ দফায় প্যাকেজ ঘোষণার পর আজ সোমবার শেয়ার বাজারের দিকে অনেকেই তাকিয়ে ছিলেন। কিন্তু এদিন সকালে অন্তত শেয়ারবাজারকে তেমন চাঙ্গা হতে দেখা গেল না। বরং খোলার ঘণ্টাখানেকের মধ্যেই শেয়ার বাজারের সূচক নেবে এল। তবে এটাও ঘটনা নির্মলা ঘোষণার পর থেকেই বাজার মুষড়ে পড়তে দেখা যাচ্ছিল। বৃহস্পতিবার শুক্রবার বাজারে আশা জাগে নি বরং পতন দেখা গিয়েছিল।
বুধবার থেকে ৫দিন ধরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এই প্যাকেজটি নিয়ে বিস্তারিতভাবে একের পর এক ঘোষণা করতে দেখা গিয়েছে। যদিও সেই ঘোষণা শুনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ক্ষোভ প্রকাশ করে মহাজনী প্যাকেজ বলে উল্লেখ করেন। কারণ সেখানে শুধুমাত্র ঋণের কথাই বলা হয়েছে প্রকৃত অর্থে সরকার জনগণকে কিছুই দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।