খিদের আগুন জ্বলছে পেটে। আর সেই পেটের জ্বালা সইতে না পেরে আইনের তোয়াক্কা করছে না একদল। পুলিশ দেখেও ভ্রূক্ষেপ নেই তাঁদের। উদরপূর্তি করতে চলছে অবাধে চুরি, লুটপাট। হ্যাঁ, শ্রমিক স্পেশ্যালগুলিতে ভারতের অনাহার ক্লিষ্ট শ্রমিকদের এই হিংস্র রূপই দেখল গোটা দুনিয়া। তিনটি স্টেশনে এই লুটপাটের ভিডিও ভাইরাল হয়েছে। রেলবোর্ড ইতিমধ্যে সব জোনগুলিকে ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।
তিনটি ভিডিওর একটি সম্পর্কে ইতিমধ্যে জানতে পেরেছে রেল। যা জব্বলপুর স্টেশনে ঘটেছে। ভিডিওতে দেখা গিয়েছে খাবারের বাক্স নিয়ে স্টেশন দিয়ে যাওয়া মানুষজনকে ফেলে দিয়ে খাবার লুট করছে শ্রমিক স্পেশ্যালের যাত্রীরা। অন্য ভিডিওতে স্টেশনে ট্রেন এসে দাঁড়ানোর পর শ্রমিকরা নেমে ভেন্ডিং স্টল ভাঙচুর করে খাবার নিয়ে ট্রেনে উঠে পড়ছেন। এই ঘটনা চোখে পড়তেই আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
রেল সূত্রে জানানো হয়েছে, শ্রমিক স্পেশ্যালে ফেরা মানুষজনকে বিভিন্ন স্টেশনে খাবার দেওয়া হচ্ছে। পরিবেশনের জন্য টিটিই, পার্সেল কর্মী ও আরপিএফ নিযুক্ত করা হয়েছে। তারপরেও এই পরিস্থিতি অনভিপ্রেত। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে, কেন এমন হল, কোন ট্রেনে, কোথা থেকে কোথায় যাচ্ছিল, খাবার দেওয়া হয়েছিল কি না। সবটা খতিয়ে দেখে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে রেলের তরফে জানান হয়েছে।