করোনা মোকাবিলায় রাজ্যে প্রথম থেকেই তৎপরতার সঙ্গে কাজ করছেন মুখ্যমন্ত্রী। এবার পূর্ব ঘোষণা মতই স্বাস্থ্য দফতর নির্দেশিকা দিয়ে জানাল, রাজ্যের ২৩ জেলায় করোনা সংক্রমণের ‘ট্রেন্ড’ বুঝতে শুরু হবে সেন্টিনেল সার্ভে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সার্ভের প্রথম পর্যায়ের জন্য ইতিমধ্যেই প্রত্যেক জেলা থেকে ১০০ জন কম ঝুঁকিপূর্ণ ব্যক্তি এবং ১০০ জন বেশি ঝুঁকিপূর্ণর সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী বুধবারের মধ্যে তা বিশ্লেষণ করে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির আভাস পাবেন রাজ্যের স্বাস্থ্য এবং প্রশাসনিক কর্তারা।
এদিকে, সেন্টিনেল সার্ভে নিয়ে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা প্রকাশের দিনই রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫০০-এর গণ্ডি পেরিয়েছে। শনিবার স্বাস্থ্য দফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১১৫ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে রাজ্যে। ফলে মোট আক্রান্ত হয়েছে ২৫৭৬। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭ জন। ফলে এ পর্যন্ত মোট ২৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হল রাজ্যে। আবার গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন। ফলে, রাজ্যে বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৪৫২ জন।
অন্যদিকে জানা গেছে, লকডাউনের জেরে বিদেশে আটকে পড়া এ রাজ্যের মানুষদের নিয়ে কাল প্রথম বিমান পৌঁছবে কলকাতায়। বাংলার প্রায় আড়াই হাজার মানুষ বর্তমানে বিদেশে আটকে আছেন। রাজ্য সরকার এঁদের ফেরানো নিয়ে আগেই কেন্দ্রকে অনুরোধ জানিয়েছিল। বিদেশ থেকে যাঁরা ফিরবেন, সেই যাত্রীদের সুরক্ষায় যাবতীয় পরিকাঠামো তৈরি করে ফেলেছে রাজ্য। বিদেশ মন্ত্রককে সে কথা জানানোও হয়েছে।