গত সপ্তাহে প্রধানমন্ত্রীর লাইভ অনুষ্ঠানের পরেই এই ইঙ্গিত মিলেছিল। আর আজ সেটাই সত্যি হল। প্রত্যাশা মতই দেশজুড়ে বাড়তে চলেছে লকডাউনের মেয়াদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি সূত্রের মারফত্ জানা গিয়েছে, সোমবার থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে চতুর্থ দফার লকডাউন। এটি চলবে ৩১ মে পর্যন্ত। তবে এই দফায় বেশকিছু ছাড় দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
সূত্র মারফত্ জানা গিয়েছে, চতুর্থ দফার লকডাউন নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, রবিবার রাত ৯ টায় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ বৈঠক করবেন সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে।
আগেই লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু সরকার। লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে দক্ষিণের রাজ্য জানায়, সেই সময় পর্যন্তই রাজ্যের স্কুল, কলেজ, ধর্মস্থান, সিনেমা হল, রেস্তোরাঁ, বার-সহ সব জমায়েতের স্থান বন্ধ থাকবে। মহারাষ্ট্রের ঘোষণার কিছু পরেই লকডাউনের নিজেদের রাজ্যে মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করে তামিলনাড়ু। গোটা দেশের করোনা আক্রান্তের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের। শনিবারই আক্রান্তের সংখ্যা সেখানে ৩০,০০০ ছাড়িয়ে গিয়েছে।
এদিকে জানা গেছে, চতুর্থ দফার লকডাউনে রাজ্যগুলির অনুমতি সাপেক্ষে আন্তঃরাজ্য যাত্রীবাহী গাড়ি ও বাস চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। তবে বিমান ও মেট্রো পরিষেবা বন্ধ রাখারই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, রাজ্যগুলিই নিজেদের পরিস্থিতি বিচার করে লাল, কমলা ও সবুজ জোন নির্ধারিত করবে।