বিশ্বের যে দেশগুলিতে করোনা ভাইরাসের প্রকোপ সবথেকে বেশি, সেই দেশগুলির তালিকায় ওপরের দিকেই থাকবে স্পেনের নাম। বেশ কয়েক মাস ধরে সে দেশের সব খেলাই স্তব্ধ হয়ে থাকার পরে চেষ্টা শুরু হয়েছে ফের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার। মধ্য জুনে লিগ চালু করার ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো জনপ্রিয় ক্লাব অনুশীলনও শুরু করে দিয়েছে। কিন্তু এ নিয়ে ফুটবলারদের প্রতিক্রিয়া কী? সেটাই জানালেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে।
সামাজিক দূরত্ব বজায় রাখতে এখন অভিনব ট্রেনিং পদ্ধতি চালু করা হয়েছে। এই নিয়ে পিকে বলছিলেন, ‘আমাদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে ট্রেনিংয়ের সময় কী করতে হবে আর কী করা যাবে না। যতটা সম্ভব সতর্ক হয়ে আমাদের ট্রেনিং করতে হচ্ছে। এই পরিস্থিতিতে যেটা খুবই স্বাভাবিক। আমরা সব নিয়ম মেনেই অনুশীলন করছি।’
এরপর তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে অনেকেই আছে যারা এই ভাইরাসের ভয়ে ভীষণ ভীত বা তা না হলেও খুবই উদ্বিগ্ন। যে কারণে আমাদের কী কী করা উচিত, তা নিয়ে সবার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। ক্লাব আমাদের সব ভাল করেই বুঝিয়ে দিয়েছে। অনুশীলনের সময় এই সমস্ত নিয়ম সবাইকে কঠোর ভাবে মেনে চলতে হবে। সবাই যদি সব কিছু মেনে চলে, তা হলে সমস্যা হবে না। মাথায় রাখতে হবে, সবার নিরাপত্তা এখন আমাদের হাতে।’
লা লিগা কর্তৃপক্ষের ফাঁকা মাঠে খেলার বিষয়টি নিয়েও মুখ খুলেছেন পিকে। তিনি বলেন, ‘আমরা কেউই চাই না ফাঁকা মাঠে খেলতে। কোন খেলোয়াড় চায় এমন পরিস্থিতিতে খেলতে, যেখানে স্টেডিয়ামে কোনও দর্শক থাকবে না! কিন্তু কী আর করা যাবে। বর্তমান পরিস্থিতির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতেই হবে। হয় ফাঁকা মাঠে খেলতে হবে না হলে লিগ অসমাপ্ত রেখে দিতে হবে।