ইংল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের পর থেকে দেশের জার্সিতে আর দেখা যায়নি ধোনিকে। তাকে আবার কবে দেখা যাবে তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে ধোনির পক্ষে জাতীয় দলে প্রত্যাবর্তন কঠিন হয়ে উঠছে, এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ।
এ রকম পরিস্থিতিতে প্রসাদ বলছেন, ‘‘ধোনির পক্ষে দলে ঢোকা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। প্রায় বছরখানেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। ফলে দলে প্রত্যাবর্তন মোটেও সহজ নয়।’’
প্রসাদ বলছেন, ‘‘ধোনি যে ফিট তা নিয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু ওর বয়স প্রায় চল্লিশের কাছাকাছি। ওর রিফ্লেক্সও আগের মতো নেই। তবে আমি সবটাই টিম ম্যানেজমেন্টের উপরে ছেড়ে দিতে চাই”। তবে ধোনির ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। এখনও তাঁর যা ফিটনেস, তা ঈর্ষা করার মতোই।