লকডাউনের পর থেকে ভারতের ৮০ শতাংশের বেশি পরিবারের রোজগার কমেছে। মার্চ মাস থেকে ভারতে ১০ কোটির বেশি মানুষ কাজ হারিয়েছেন। একটি গবেষণায় উঠে এলমনই মর্মান্তিক তথ্য।
এই গবেষণা চালিয়েছে শিকাগো বুথ’স রুস্টান্ডি সেন্টার ফর সোশ্যাল সেক্টর ইনোভেশন নামের একটি সংস্থা। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট নামের একটি সংস্থার দেওয়া তথ্য বিশ্লেষণ করে এই কথা জানিয়েছে তারা। এপ্রিল মাস থেকে ভারতের ২৭ রাজ্যের ৫৮০০ বাড়িতে সার্ভে করে পাওয়া গিয়েছে এই তথ্য।
সংস্থার তরফে জানানো হয়েছে, ‘লকডাউনের আগে মাথাপিছু রোজগার, লকডাউনের প্রভাব এবং তার ফলে বিভিন্ন সংস্থার তরফে সাহায্যের ভিত্তিতে এই বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গিয়েছে, ২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণা করার পর থেকে এখনও পর্যন্ত ১০ কোটির বেশি মানুষ কাজ হারিয়েছেন। তাঁরা বেশিরভাগই দৈনিক মজুরি ও চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।’
এই গবেষণায় জানা গিয়েছে, হিন্দু ও মুসলিম দুই ধর্মের মানুষই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবথেকে বেশি আর্থিক ক্ষতি যে রাজ্যগুলির হয়েছে, সেগুলি হল, ত্রিপুরা, ছত্তীসগড়, বিহার, ঝাড়খণ্ড ও হরিয়ানা। এই গবেষণা করে রিপোর্ট দিয়েছেন ইউনিভার্সিটি অফ শিকাগো বুথ স্কুল অফ বিজনেসের অর্থনীতির অধ্যাপক মেরিন বারট্রান্ড, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট-এর চিফ ইকনমিস্ট কৌশিক কৃষ্ণণ ও প্যারেলমান স্কুল অফ মেডিসিনের এক অধ্যাপক।