করোনার আবহে হুগলি জেলায় গোষ্ঠী সংঘর্ষ নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন নিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বুধবার সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, করোনার সঙ্গে লড়াইয়ের এই সময় ভুয়ো খবর যাতে প্রশাসনকে সমস্যায় না ফেলে তার জন্য সোশ্যাল মিডিয়ার খবরের উপর আরও কঠোর নজরদারি করতে হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু অভিযুক্তদের চিহ্নিত করাই নয়, তাদের শাস্তির ব্যবস্থাও করবেন ওই আধিকারিক। উল্লেখ্য, ইতিমধ্যেই হুগলি জেলার একটি গোষ্ঠী সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। যা মূলত সোশ্যাল মিডিয়ায় ছড়ানো খবর ও পোস্টের কারণেই ঘটেছে। সেই কারণে ইতিমধ্যেই গত মঙ্গলবার থেকে হুগলি জেলার চন্দনগর ও শ্রীরামপুর মহকুমায় পাঁচদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবরে নজর রাখার জন্য মমতা প্রতিজেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগের নির্দেশও দেন জেলাশাসকদের। মুখ্যমন্ত্রী বলেন, ‘শীঘ্রই এই অফিসারকে নিয়োগ করে কাজ শুরু করতে হবে।’ তাঁর কথায়, এখন রমজান চলছে। আর তার মধ্যেই কিছু লোক দাঙ্গা বাধানোর চেষ্টায় রয়েছে। কিছু রাজনৈতিক দল দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়ে যায়। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় প্ররোচনা দিয়ে দাঙ্গা কারা বাঁধাচ্ছে তা জানতে সব জেলাশাসকদের নোডাল অফিসার নিয়োগ করতে বলেছি।