মঙ্গলবার আধ ঘন্টার সামান্য বেশি সময়ের বক্তৃতায় আত্মনির্ভর হওয়ার বুলি আউড়ানোর পাশাপাশি ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা গড় জাতীয় উৎপাদনের ১০ শতাংশ। প্রধানমন্ত্রীর ঘোষণা করা ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের এদিন বিস্তারিত ব্যাখ্যা দেবেন অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন। তবে তার আগেই মোদীর ওই প্যাকেজকে কটাক্ষ করল কংগ্রেস। প্রধানমন্ত্রীর প্যাকেজকে সরাসরি ‘৪ ২০২০’ প্যাকেজ বলে দেগে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল।
মঙ্গলবার রাতে প্যাকেজ ঘোষণার পর বুধবার সকালে মোদীকে প্রথম কটাক্ষটি করেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। প্রধানমন্ত্রীকে নিশানা করে তাঁর বক্তব্য ছিল, ‘প্রধানমন্ত্রী হেডলাইন ও সাদা কাগজ দিয়ে দিলেন।’ এর ঠিক পরেই টুইটারে সিব্বল লেখেন, ‘প্রধানমন্ত্রী বলছেন উনি ‘২০ ২০২০’ আর্থিক প্যাকেজ দিচ্ছেন। তবে বিশেষজ্ঞদের দাবি সরকারের কাছে নগদ রয়েছে ৪ লক্ষ কোটি। ৮ লক্ষ কোটি নগদ রিজার্ভ ব্যাঙ্ক বাজারে ঢেলেছে। সরকারের ধার রয়েছে ৫ লক্ষ কোটি। যেখানে ১ লক্ষ কোটির গ্যারান্টি ফিজ আছে। সব মিলিয়ে আসলে মোদী সরকারের এই প্যাকেজ ‘৪ ২০২০’।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশের গরীবদের জন্য যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন তা যথেষ্ট নয় বলে সরব হয়েছিল বিরোধী শিবির। এহেন পরিস্থিতিতে বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে গতকাল ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন মোদী। যা দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ। সরকারের তরফে জানানো হয়েছে এই প্যাকেজ দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িত খেটে খাওয়া মানুষগুলোর মুখে হাসি ফোটাবে। তবে মোদী সরকারের এই প্যাকেজ কতটা বাস্তবিক তা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন বিরোধীরা। এবং সেইসঙ্গে তাঁর কারণও ব্যাখ্যা করতে ভুললেন না তাঁরা।