কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী গোটা দেশে করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার হার ৩১ শতাংশের সামান্য বেশি। এতদিন সেই তুলনায় রাজ্যে সুস্থ হওয়ার হার সামান্য কম ছিল। তবে গত ৪৮ ঘণ্টায় সেই জায়গায় দ্রুত অগ্রগতি করেছে রাজ্য সরকার। এদিন নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে করোনা আক্রান্তের সুস্থতার হার বেড়ে হয়েছে ২৮ শতাংশ।
গত রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে দেখা গিয়েছিল, রাজ্যে সুস্থ হওয়ার হার ২১.৫১ শতাংশ। গতকাল, অর্থাৎ ১১ মে সেই বেশ খানিকটা বৃদ্ধি পেয়ে হয় ২৪.১৯ শতাংশ। এদিন একলাফে তা ২৮ শতাংশ হয়ে গিয়েছে। অর্থাৎ মাত্র ৪৮ ঘণ্টায় রাজ্য সুস্থতার হার বেড়েছে ৭ শতাংশের কাছাকাছি। বহু উদ্বেগের মধ্যেও এই পরিসংখ্যান স্বস্তিদায়ক বৈকি।
নবান্নে স্বরাষ্ট্রসচিব জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আরও ১১০ বেড়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা ২১৭৩ হয়েছে। এই সময়ের মধ্যেই সুস্থতার হার বেড়ে ২৮ শতাংশ হয়েছে বলে জানান স্বরাষ্ট্রসচিব। সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৬৯৭৮। সরকারি কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ২১২২। ২৪ হাজার জন হোম কোয়ারেন্টাইনে আছেন।