একসময় জাতীয় দলের হয়ে ওয়ান ডে ম্যাচে যখন দুজন একসাথে ক্রিজে ব্যাট করতে নামতেন, তখন গোটা ভারতবাসী তাকিয়ে থাকতো সেই দুজনের দিকেই। আন্তর্জাতিক ওয়ানডে-র ওপেনিংয়ে দেশের অন্যতম সেরা জুটিও বলা হয় তাঁদেরই। সেই শচীন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, ক্রিকেটের বর্তমান নিয়মে তাঁরা খেললে দু’জনের জুটিতে আরও অনেক রান উঠত।
কিংবদন্তি এই ওপেনিং জুটি ভারতের হয়ে ১৭৬টি ম্যাচ খেলে তুলেছেন ৮,২২৭ রান। গড় ৪৭.৫৫। মঙ্গলবার এই দু’জনের এক সঙ্গে খেলার ছবির সঙ্গে এই তথ্য দিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি টুইট করে, ‘ওয়ান ডে ক্রিকেটে কোনও জুটি ৬ হাজার রানের বেশি করতে পারেনি।’ যা দেখে তাঁর জুটি সৌরভ গঙ্গোপাধ্যায়কে উল্লেখ করে টুইটে প্রতিক্রিয়া দেন শচীন তেন্ডুলকর।
তিনি লেখেন, ‘দারুণ স্মৃতি মনে করাল দাদি। বৃত্তের বাইরে চার জন ফিল্ডার ও দু’টি নতুন বলে খেললে আমাদের জুটি আরও কত রান করতে পারত বলে তোমার মনে হয়?’ শচীনের এই টুইট দেখার পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভও তাঁর সেই পরিচিত আগ্রাসী মেজাজে পাল্টা টুইট করেন, ‘কম করে আরও চার হাজার রান বা তারও বেশি। দু’টো নতুন বল। ওয়াও! ব্যাপারটা অনেকটা প্রথম ওভার থেকেই কভার ড্রাইভ উড়ে গিয়ে মাঠের বাইরে গিয়ে পড়ার মতো।’