যখন গোটা দেশ করোনা আতঙ্কে জারি থাকা লকডাউনে গৃহবন্দী, তখন মঙ্গলবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ধরা পড়ল দায়িত্বজ্ঞানহীনতার নয়া চিত্র। সামাজিক দূরত্বকে শিকেয় তুলে সেখানে রাস্তায় নেমে পড়লেন হাজার হাজার জৈন সাধুরা। আর তাঁদের দেখতে লকডাউনের নিয়মকে উপেক্ষা করে ভিড় জমিয়েছেন আরও হাজার হাজার মানুষ। আর সেই ঘটনার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাজ্জব গোটা দুনিয়া।
মহারাষ্ট্রের পর দেশে করোনার সংক্রমণের সবথেকে বেশি প্রভাব ফেলেছে মধ্যপ্রদেশে। মাত্র ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্ত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। আর সেখানেই কিনা লকডাউনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে রাস্তায় বের হচ্ছেন মানুষ। পালন করা হচ্ছে জৈন সাধুদের ফিরে আসার উৎসব। প্রতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা দেশবাসীকে বার বার স্মরণ করিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই কথা অগ্রাহ্য করে চলছে উৎসবের ঘনঘটা।
মধ্যপ্রদেশের সাগর জেলার এই দায়িত্বজ্ঞানহীনতার ছবি ধরা পড়েছে বিভিন্ন সংবাদ সংস্থায়। যেখানে দেখা যাচ্ছে দলবেঁধে হাজার হাজার মানুষ ঘিরে রয়েছেন প্রমনসাগর জৈন সাধুদের। সেখানে না আছে সামাজিক দূরত্ব বজায় রাখার খেয়াল, না আছে কোনও সংক্রমণের ভয়। ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠেছে মধ্যপ্রদেশের প্রশাসনের ভূমিকা নিয়েও। তবে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সাগর জেলার পুলিশ আধিকারিক প্রবীন ভুরিয়া।
তিনি এদিন জানান, ‘যারা লকডাউনের নিয়ম উপেক্ষা করে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা ১৪৪ ধারা লঙ্ঘনের সমান দোষ করেছেন। অপরাধীদের খুঁজে বের করা হবে।’ এর আগেই হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ ঘোষণা করেন যে, লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করাকে অপরাধ বলে গণ্য করা হবে। তবে সাগর জেলার এই ঘটনা মধ্যপ্রদেশের বিজেপি সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আদপে কোথায় রয়েছে গলদ।