লকডাউনের মধ্যেই এবার নতুন সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গেছে, এবার থেকে দেশের সমস্ত আধাসামরিক বাহিনীর ক্যান্টিনে বন্ধ হতে চলেছে বিদেশি পণ্যের বিক্রি। সেখানে শুধুমাত্র ‘স্বদেশি’ পণ্যই পাওয়া যাবে। আগামী ১ জুন থেকেই এই নিয়ম চালু হতে চলেছে। বুধবার এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মঙ্গলবার জাতীর উদ্দেশে ভাষণে ‘আত্মনির্ভর ভারত’ গঠনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে দেশে তৈরী পণ্য ব্যবহারের উপরেও জোর দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর এই ডাকে সাড়া দিয়ে আধাসামরিক বাহিনীর ক্যান্টিনে শুধুমাত্র ভারতে তৈরি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই সিদ্ধান্তের কথা ট্যুইট করে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং।
শাহ লিখেছেন, ‘গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে আত্মনির্ভর করে তোলা এবং স্থানীয় পণ্য ব্যবহারের আবেদন করেছেন। এই পথ ধরে আগামীদিনে নিশ্চিতভাবে ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই লক্ষ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সমস্ত ক্যান্টিনে শুধুমাত্র স্বদেশি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ১ জুন থেকে তা কার্যকর হবে। এবার থেকে ১০ লক্ষ আধাসেনা জওয়ান এবং তাঁদের পরিবারের ৫০ লক্ষ সদস্য স্বদেশি পণ্য ব্যবহার করবেন।’
দেশবাসীকেও আরও বেশি বেশি করে দেশীয় পণ্য সামগ্রী ব্যবহারের আবেদনও এদিন জানিয়েছেন অমিত শাহ। একইসঙ্গে অন্যদেরকেও দেশে উৎপাদিন পণ্য ব্যবহারে উৎসাহিত করার আবেদন জানিয়েছেন তিনি। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, এনএসজি এবং অসম রাইফেল্স কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী-র (সিএপিএফ) অন্তর্গত। আধাসেনা বাহিনীর ক্যান্টিনগুলি থেকে প্রতি বছর গড়ে মোট ২,৮০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়। তাই এক্ষেত্রে স্বদেশী পণ্য বিক্রি করলে দেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াতে পারে।