দেশজুড়ে লকডাউন চললেও তা একেবারেই প্ল্যান করে হয়নি বলে মনে করেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। মঙ্গলবার এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষও করেন তিনি। দিগ্বিজয়ের বক্তব্য, ‘ভেবে কাজ করার কথা বলা হলেও, মোদী আগে কাজ করেন, পরে ভাবেন। নিজেকে ‘দৃঢ়সংকল্প’ প্রমাণ করার জন্যই অবিবেচকের মত সিদ্ধান্ত নেন মোদী।’
প্রধানমন্ত্রীর হঠাৎ করে লকডাউনের সিদ্ধান্তের সমালোচনা করে দিগ্বিজয় সিং টুইটারে লেখেন, ‘লকডাউনের ফলে সাধারণের ওপর কী প্রভাব পড়তে চলেছে সেটা যদি প্রধানমন্ত্রী বুঝতেন, তাহলে বিভিন্ন জায়গায় আটকে থাকাদের জন্য অন্তত ৩-৪ দিন সময় দিতেন। ২০ মার্চ ঘোষণা করে ২৫ মার্চ থেকে লকডাউন শুরু করতে পারতেন। তার বদলে উনি জনতা কার্ফু, তালি থালি করলেন।’
এর পাশাপাশি নোটবন্দী ও জিএসটি প্রণয়নের জন্যও ফের একবার মোদীকে আক্রমণ করেন দিগ্বিজয়। ‘গোটা ব্যবস্থাকে ফুল প্রুফ না করেই উনি জিএসটি ঘোষণা করে দিয়েছিলেন। এখনও কোনও এক্সিট প্ল্যান ছাড়াই লকডাউন ঘোষণা করেন। চলতি বছরের পয়লা জানুয়ারি প্রথম করোনা ধরা পড়ে ভারতে। কিন্তু উনি লকডাউনের সিদ্ধান্ত ৩০-৪০ দিন পরে নিলেন’, ট্যুইটারে লেখেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।