বিগত ২ মাসে ভারতীয় ফুটবল মহাকাশ থেকে হারিয়ে গিয়েছে দুই উজ্জ্বল নক্ষত্র। পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামী। যাঁদের প্রয়াণে ভারতীয় ফুটবলের এক সোনালি অধ্যায় শেষ হয়েছে। দুই কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে তাই এবার অভিনব উদ্যোগ নিতে চলেছে আইএফএ। লকডাউন উঠলে চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে প্রদর্শনী টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে আইএফএ।
আইএফএ’র এই উদ্যোগ নিয়ে সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায় আমাদের সবার কাছে অনুপ্রেরণা। এমন মহান ব্যক্তিত্বদের সম্মান জানানো আমাদের কর্তব্য। পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামী দুই কিংবদন্তির কাছেই ফুটবল ছিল প্যাশন। তাই ইচ্ছে আছে দুই মহাতারকার স্মৃতিতে প্রদর্শনী টুর্নামেন্ট আয়োজন করার। প্রদীপদা ও চুনীদার পরিবারের সঙ্গে কথা বলব। আমরা জানি না এই লকডাউন কবে উঠবে। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গেও এই বিষয়ে আলোচনায় বসব। ক্লাবগুলোরও পরামর্শ নেব। খুব বড় করে এই প্রদর্শনী ম্যাচটা করতে চাই।’
আপাতত আইএফএ টার্গেট করছে এক ম্যাচের টুর্নামেন্ট। কিন্তু ম্যাচের সংখ্যা বাড়তেও পারে। যা ঠিক হয়েছে, প্রদর্শনী ম্যাচের বিজয়ীদের দেওয়া হবে পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর নামাঙ্কিত ট্রফি। যা নিয়ে জয়দীপ বললেন, ‘আমরা একটাই প্রদর্শনী ম্যাচ করব বলে ঠিক করেছি। তবে চেষ্টা করছি কলকাতা ছাড়া জেলাতেও আর একটা ম্যাচ যাতে করা যায়।’