ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার রাত ৮ টা নাগাদ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
মঙ্গলবার টুইটে এ কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার এক সপ্তাহ আগেই সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে যোগ দেন মোদী। করোনা মোকাবিলায় পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা প্রয়োজন বলে বৈঠকে জানান তিনি। বৈঠকে লকডাউন আরও বাড়ানোর ইঙ্গিত মিলেছে। জাতির উদ্দেশ্যে ভাষণে সে বিষয়ে প্রধানমন্ত্রী নতুন কোনও ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
দেশজুড়ে করোনা ভাইরাসের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রবল। সামনের সপ্তাহে ১৭ মে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে করোনা নিয়ে রূপরেখা ঠিক করতেই মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন মোদী। সকলের মতামত জানতে চান। মুখ্যমন্ত্রীদের বড় অংশই কিন্তু লকডাউন বাড়িয়ে যাওয়ার পক্ষেই সওয়াল করেন। প্রধানমন্ত্রী রাজ্যগুলির কাছে লকডাউন বিষয়ে সাজেশান লিখিত আকারে চেয়েছেন।
সরকারি সূত্রে খবর, তৃতীয় দফায় দেশজুড়ে সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ আগের মতোই বলবত্ থাকবে। সংক্রমণের প্রকোপ রুখতে আর কী কী করা যায়, কোন কোন ক্ষেত্রে কী ভাবে ছাড়া দেওয়া যায়, সে বিষয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে লিখিত আকারে পরামর্শ চান।